শ্রীপুরে অসহায় শীতার্ত মানুষের পাশে মাঝরাতে কম্বল নিয়ে হাজির ইউএনও

শ্রীপুরে অসহায় শীতার্ত মানুষের পাশে মাঝরাতে কম্বল নিয়ে হাজির ইউএনও
আরিফ মন্ডল:-
গাজীপুরের শ্রীপুরে মাঝরাতে শীতার্তদের মাঝে (কম্বল) বিতরণ করছেন ইউএনও রেহেনা আকতার এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল। শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে মাঘের তীব্র শীতের মধ্যে শ্রীপুর রেলওয়ে স্টেশন,মাওনা চৌরাস্তা ও উপজেলার বিভিন্ন স্থানে ভাসমান অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে ঘুরে ঘুরে শীতবস্ত্র (কম্বল) বিতরণ
শ্রীপুরে অসহায় শীতার্ত মানুষের পাশে মাঝরাতে কম্বল নিয়ে হাজির ইউএনওকরেন। মাঘের এই তিব্র শীতের রাতে ইউএনও এবং উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে শীতবস্ত্র পেয়ে শীতার্ত মানুষ ইউএনও এবং উপজেলা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল বলেন,এই তিব্র শীতে ছিন্নমূল মানুষ গুলো কতকষ্ট করছে। শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আকতার বলেন, দেশে এখন চলছে তিব্র শীত। আমরা যখন বাসাবাড়িতে দামি কম্বল নিয়ে আরামে ঘুমিয়ে থাকি, তখনও অনেক ছিন্নমূল মানুষ মাঘের কনকনে শীতে বাসস্ট্যান্ড,রেলস্টেশনে বসে নির্ঘুম রাত কাটায়।সেইসব অসহায় মানুষদের শীতবস্ত্র দিয়ে তাদের মুখে হাসি ফুঁটাতে পেরে অনেক ভালো লাগছে। তাদের কষ্ট কিছুটা লাঘব করতে চেষ্টা করেছি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment