পরীক্ষার দাবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অবরুদ্ধ

পরীক্ষার দাবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অবরুদ্ধ

রাবি প্রতিনিধি:-
পরীক্ষা অনুষ্ঠিত করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগরে সভাপতিকে তালাবদ্ধ অবস্থায় অবরুদ্ধ করে রেখেছে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। রবিবার সকাল থেকে সেমিনার কক্ষে তালাবদ্ধ অবস্থায় অবরুদ্ধ করে রেখেছে বিভাগর বিভিন্ন বর্ষের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। জানা যায়, শিক্ষকদের অভ্যান্তরীন কোন্দলে প্রায় ৬ মাস ধরে আটকে আছে রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল বর্ষের পরীক্ষা। বিভাগের নিয়ম অনুযায়ী অক্টোবরের মধ্যে পরীক্ষা শুরুর কথা থাকলেও তা এখনো অনুষ্টিত হয়নি। ফলে এ নিয়ে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হতে থাকে।
পরীক্ষার দাবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অবরুদ্ধতারই ধারাবাহিকতায় বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা আজ সকাল থেকে বিভাগ সভাপতিকে সেমিনার কক্ষে তালাবদ্ধ অবস্থায় অবরুদ্ধ করে রাখে। বিভাগরে ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. সাদ্দাম হোসেন বলেন, আমাদের পরীক্ষা শিক্ষকদের অভ্যান্তরীন কোন্দলে ৬ মাস পিছিয়ে গেছে। আদৌ এই সমস্যার সমাধান হবে কিনা তার কোন সম্ভাবনা নেই। এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। বিভাগরে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শামিমা আক্তার বলেন, চেয়ারম্যানের পদত্যাগ ছাড়া এই সমস্যার সমাধান নেই। কারণ প্রথম থেকে তাকে নিয়েইএই সমস্যার সৃষ্টি হয়েছে। তাদের নিজেদের সমস্যার বলি আমরা কেন হবো? এ বিষয়ে জানতে চাইলে বিভাগের সভাপতি নাসিমা জামান বলেন,আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে চলছি। প্রশাসনের পক্ষ থেকে পদত্যাগের নির্দেশ আসলেই পদত্যাগ করবো।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment