কুয়েটে ৪ শিবির কর্মী আটক

কুয়েটে ৪ শিবির কর্মী আটক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েট থেকে চার শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ছাত্রলীগের নতুন কমিটির প্রতিবাদে বিক্ষোভ  : সা.সম্পাদকের কুশপুত্তলিকা দাহ

মঙ্গলবার বিকেলে খানজাহান আলী থানা পুলিশ কুয়েটের বঙ্গবন্ধু হল থেকে তাদেরকে আটক করেন।

কেএমপি’র মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনিরা সুলতানা জানান, গোপন খবরের ভিত্তিতে খানজাহান আলী থানা পুলিশ কুয়েটের বঙ্গবন্ধু হলে অভিযান চালায়। এ সময় ইসলামী ছাত্র শিবির কুয়েট শাখার সাধারণ সম্পাদক আল-আমিন ও অর্থ সম্পাদক মাহাদীসহ ৪ জনকে আটক করা হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লিয়াকত আলী বলেন, অভিযান অব্যাহত রয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment