জগন্নাথপুর উপজেলা পরিষদের নারী সদস্য পদে নির্বাচন সম্পন্ন

জগন্নাথপুর উপজেলা পরিষদের নারী সদস্য পদে নির্বাচন সম্পন্ন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সরকার নারীদের ক্ষমতায়ন ও অংশ গ্রহন বৃদ্ধির লক্ষে এই প্রথম বারের মতো উপজেলা পরিষদে আরো সংরক্ষিত ৩টি আসন সৃষ্টি করেছেন। এরই ধারাবাহিকতায় সারা দেশ ব্যাপী আজ সংরক্ষিত নারী আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তার ধারাবাহিকতায় সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্যের উপ-নির্বাচন উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হযেছে। ভোট গ্রহন সকাল ৮টা থেকে শুরু হয়ে বেলা ২ টা পর্যন্ত চলে, মোট ২৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।  ১ নং আসনে (জগন্নাথপুর পৌরসভা, কলকলিয়া ও চিলাউড়া হলদিপুর ইউনিয়ন) চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য শান্তনা ইসলাম মোরগ প্রতিকে ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধী জগন্নাথপুর পৌরসভার নারী কাউন্সিলর মিনা রানী পাল হরিণ প্রতিকে ভোট পেয়েছেন ১০টি।
জগন্নাথপুর উপজেলা পরিষদের নারী সদস্য পদে নির্বাচন সম্পন্ন ২ নং আসনে (পাটলী, মীরপুর ও সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন) পাটলী ইউনিয়নের নারী সদস্য ফেরদৌসী বেগম তানিয়া রূপচাঁদা প্রতিকে ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের নারী সদস্য জবুনেচ্ছা বেগম হরিণ প্রতিকে ৯ ভোট পেয়েছেন।  ৩ নং আসনে (রানীগঞ্জ, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়ন) পাইলগাঁও ইউনিয়ন পরিষদের নারী সদস্য সালেহা বেগম হরিণ প্রতিকে ৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আশারকান্দি ইউনিয়ন পরিষদের নারী সদস্য সেলিনা বেগম মোরগ প্রতিকে ৭ ভোট পেয়েছেন।  সংরক্ষিত নারী আসনের নির্বাচনে রির্টানিং কর্মকর্তা,জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্যদের উপ-নির্বাচনে জগন্নাথপুরের তিন আসনে তিনজন প্রার্থী বিজয়ী হয়েছেন।তিনি আরো বলেন, মোট ২৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন। এর মধ্যে ১৬টি ভোট নষ্ট হয়েছে। উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্যদের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment