জাবিতে ১০দিন ব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব ‘আজ শুরু’

জাবিতে ১০দিন ব্যাপী আন্তঃবিশ্ব বিদ্যালয নাট্য উৎসব ‘আজ শুরু’

জাবি প্রতিনিধি:
শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ে ‘বিহ্বল সময়, তবু গাই জীবনের জয়গান’এই শ্লোগানে ‘জাহাঙ্গীরনগর থিয়েটার’ ৩৮বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে ১০দিন ব্যাপী ‘আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব-২০১৮’।আমরা নাট্য শ্রমিক নাটক আমাদের শ্রম ও ঘামের ফসল এই বাণীকে পথচলার অনুপ্রেরণা নিয়ে প্রথম বারের মত জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে যাচ্ছে আন্তঃবিশ^বিদ্যালয় নাট্য উৎসব। উৎসব চলবে ১০দিন ব্যাপী শুক্রবার থেকে শনিবার (২-১১ ফেব্রুয়ারি) পর্যন্ত।
জাবিতে ১০দিন ব্যাপী আন্তঃবিশ্ব বিদ্যালয নাট্য উৎসব  ‘আজ শুরু’১০ দিনব্যাপী এ নাট্য উৎসবে জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয় সহ আরো ৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাট্য দল অংশ গ্রহণ করবে। দশদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রথম দিন শুক্রবার আজ থাকছে সকাল ১০টায় নাট্যাচার্য সেলিম আল দীনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও র‌্যালির মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন শুরু হবে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এর হাত ধরে।, ৩ ফেব্রুয়ারি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নাটক মুখরা রমণী বশীকরণ, ৪ ফেব্রুয়ারি জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ‘নিশিমন বিসর্জন’, ৫ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর থিয়েটারের ৯০তম প্রযোজনা ‘মানুষ’, ৬ ফেব্রুয়ারি শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের থিয়েটারের চে’র সাইকেল, ৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ‘নীল দংশন’, ৮ ফেব্রুয়ারি জাবি থিয়েটারের ‘হাত হদাই’, ১০ ফেব্রুয়ারি বুয়েট ড্রামা সোসাইটির ‘লেটার টু এ চাইল্ড নেভার বর্ন’, ও ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ‘ক্যাপটেন হুররা’ মঞ্চস্থ হবে।
আন্তঃবিশ^বিদ্যালয় নাট্য উৎসব এর আহ্বায়ক নাজমুল হোসেন জানিয়েছেন তাদের এই উৎসব এর লক্ষ্য “বাংলাদেশের বিশ^বিদ্যালয়গুলোকে সংস্কৃতির বিষয়ে ঐক্যতা নিয়ে আসা এবং দেশের তরুণ সমাজকে সংস্কৃতির প্রতি আগ্রহী করে তোলা এটাই দেশের প্রতি বার্তা”

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment