রসিদ আহমদ চৌঃ উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ওপুরস্কার বিতরণ অনুষ্টান সম্পন্ন

রসিদ আহমদ চৌঃ উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ওপুরস্কার বিতরণ অনুষ্টান সম্পন্ন

মোহাম্মদ উল্লাহ ,চকরিয়া:-
কক্সবাজার জেলা চকরিয়া উপজেলার রসিদ আহমদ চৌঃ উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্টান সম্পন্ন হয় া গত ৩০ জানুয়ারি মঙ্গলবার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হলো ২০১৮ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্টান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার – ( ইউএনও) নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমান, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব
রসিদ আহমদ চৌঃ উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ওপুরস্কার বিতরণ অনুষ্টান সম্পন্নগিয়াসউদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম লিটু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের প্রত্যেক ছাত্র ছাত্রীদের ক্রীড়ামোদী ও সাংস্কৃতিকেও এগিয়ে থাকতে হয়। তিনি আরো বলেন শিক্ষা ব্যবস্থায় এমন একটি সময় ছিল বই সংকটের কারণে প্রতিবছর নতুন শিক্ষাবর্ষে বড়দের পুরোনো বই কিনে লেখাপড়া করতে হতো। বই কিনতেই শিক্ষার্থীদের শিক্ষাজীবনের কয়েক মাস নষ্ট হয়ে যেতো। বর্তমান সরকারের আমলে সেই যুগের অবসান হয়েছে। সরকার বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে এখন বিনামূল্যে পাঠ্যবই তুলে দিচ্ছে। এতে শিক্ষাব্যবস্থা আধুনিক হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগন অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্টানে বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার তুলেদেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, এলাকার গণ্যমান্য ও ছাত্র/ ছাত্রীবৃন্দ

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment