৫১৩ রানে থামল বাংলাদেশ

৫১৩ রানে থামল বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৫১৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। টেস্টে এটি বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ রান। আর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষেই নিজেদের সর্বোচ্চ ৬৩৮ রান করেছিল বাংলাদেশ।

স্কোর: ৫১৩/১০ (১২৯.৫ ওভার)

৪৭৮ রানে নবম উইকেট হারানোর পর বাংলাদেশের পাঁচশ করা শঙ্কায় পড়েছিল। তবে দশম উইকেটে মুস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে দলের স্কোর পাঁচশর ঘরে পৌঁছে দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। ১২৭ ওভার ৫ বলে পাঁচশ ছুঁয়েছে বাংলাদেশ।

লাঞ্চ বিরতির পর ৬ বলের মধ্যে ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। সানজামুল ইসলামের বিদায়ে ভেঙেছে ৫৮ রানের অষ্টম উইকেট জুটি। লাকশান সান্দাকানের বলে স্টাম্পড হয়ে ফেরার আগে ৫৬ বলে এক চারে ২৪ রান করেন অভিষিক্ত সানজামুল।

পরের ওভারে রঙ্গনা হেরাথের বলে বোল্ড হয়ে গেছেন তাইজুল ইসলাম (১)। ৭ উইকেটে ৪৭৫ থেকে দ্রুতই বাংলাদেশের স্কোর তখন ৯ উইকেটে ৪৭৮!

ফিফটি থেকে ১ রান দূরে থেকে লাঞ্চ বিরতিতে গিয়েছিলেন। মাইলফলক ছুঁতে লাঞ্চের পর মাহমুদউল্লাহর লাগল মাত্র এক বল।

রঙ্গনা হেরাথের করা প্রথম বলেই সিঙ্গেল নিয়ে টেস্ট অধিনায়কত্বের অভিষেকে ফিফটি পূর্ণ করেছেন মাহমুদউল্লাহ। ৯১ বলে ফিফটি করতে ৪টি চার ও একটি ছক্কা হাঁকান ডানহাতি এই ব্যাটসম্যান।

টেস্টের প্রথম দিনেই বড় রান পেয়েছে বাংলাদেশ। আজ সেই রান আরো বাড়িয়ে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের। প্রথম দিন ৪ উইকেটে বাংলাদেশ করেছিল ৩৭৪ রান। এর আগে টেস্টের প্রথম দিনে এত রান করেনি বাংলাদেশ। ২০১২ সালে খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিল ২৬৫ রান।

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১৩ সালে গলে ৬৩৮ রান করেছিল মুশফিকুর রহিমের দল। আজ সেই রেকর্ড কি ভাঙবে মাহমুদউল্লাহর দল?

২০১৩ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামেই ১৮১ রান করেছিলেন মুমিনুল। টেস্ট ক্যারিয়ারে সেটাই তার সর্বোচ্চ রান। আজ সেই রান টপকে প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ পান কি না, সেটাই দেখার।

বাংলাদেশকে পাঁচশর নিচে আটকাতে চায় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলান সামারাবীরা প্রথম দিনের খেলা শেষ সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment