আরও এক সেঞ্চুরি, লিড নিয়েছে শ্রীলঙ্কা

আরও এক সেঞ্চুরি, লিড নিয়েছে শ্রীলঙ্কা

৪ উইকেটে ৬১২ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ৯৯ রানে পিছিয়ে বাংলাদেশ, ওদের হাতে এখনও ৬টি উইকেট।প্রথম ইনিংসে ৫০০ রানের উপরে করেও চট্টগ্রাম টেস্টে চাপে  স্বাগতিকরা। বাংলাদেশের সাদামাটা বোলিং অব্যাহত রয়েছে দ্বিতীয় দিনেও।অন্যদিকে  চলেছে শ্রীলঙ্কার রান উৎসব। কুশল মেন্ডিস ও ডি সিলভার বড় সেঞ্চুরি পর সেঞ্চুরি হাঁকান আরও একজন।

আরও এক সেঞ্চুরি, লিড নিয়েছে শ্রীলঙ্কা

তিনি রোনেশ সিলভা।গত নভেম্বরের ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে করেন অপরাজিত ৭৪। অভিষেকের পরের ম্যাচেই সেঞ্চুরি তুলে নিলেন সিলভা। গতকাল তিনি ছিলেন ৮৭ রানে অপরাজিত। আজ সকালে আস্থার সঙ্গে বাকি ১৩ রান নিয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির স্বাদ নিয়ে নেন রোশেন। তিনি সেঞ্চুরি করেন ১৯৭ বলে। সেঞ্চুরির  অল্প পরেই মিরাজের বলে ফিরে যান সিলভা। করেন ১০৯ রান। ৮৭ রান নিয়ে লাঞ্চে গেছেন অধিনায়ক দীনেশ চান্ডিমাল। মানে আরও একটি সেঞ্চুরির অপেক্ষা। শুক্রবার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল তিন উইকেটে ৫০৪ রান। বাংলাদেশ থেকে তখনও তারা ৯ রান পিছিয়ে ছিল। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৫১৩ রান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment