রাজশাহী কলেজে সেশন জট দাবীতুলে ছাত্র ছাত্রীদের মানববন্ধন

কেএম বাবু রাজশাহী প্রতিনিধি :- রাজশাহী সরকারী কলেজের মেইন গেটে অনার্স ৪র্থ বর্ষের সাধারন শিক্ষার্থী ছাত্র ছাত্রীদের সেশন জট এবং এ বিষয়ে সঠিক নিরসনের  দাবীতুলে সাধারন ছাত্র ছাত্রীদের অায়োজনে মাববন্ধনের খবর পাওয়া গেছে।

জানা গেছে ছাত্র ছাত্রীদের মধ্য থেকে বক্তারা দাবী তুলে বলেছেন, অবিলম্বে ৪র্থ বর্ষ(শিক্ষা বর্ষ ২০১৩-১৪ ) সাম্প্রতিক এ পরীক্ষা বাতিলের দাবী তুলে সারা দেশেও মানববন্ধন হচ্ছে বক্তারা বলেন। এছাড়া সেশন জট নিরসনের নামে দায়সারা ৮ মাসে একটি বর্ষ শেষ করা হচ্ছে।তাছাড়া অাবার জাতীয় বিশ্ববিদ্যালয় তারা হঠাৎ করে পরীক্ষার তারিখ ঘোষনা দেয়ার কারন তুলে মানববন্ধনে এ সব বক্তব্য হয়েছে। অপরদিকে অত্র সংবাদ রাজশাহী কলেজ প্রতিনিধি সোনিয়া সরকারের মাধ্যমে বিষয়টি নিয়ে তুলে ধরার কথা বঙ্গবন্ধুর কন্যা তিনি অাবার ডিজিটাল গঠন ও নারী জাগনের বর্তমানে দেশের এক মাত্র রাজকন্যার কাছে। তাছাড়া তিনি প্রধানমন্ত্রী? দাবীতে জরুরী ভাবে শেখ হাসিনার প্রতি এ বিষয়ে দৃষ্টি দেয়ার জন্য ভুক্তভুগি ছাত্র /ছাত্রীরা এ মানববন্ধনের মাধ্যমে, এ সব কথা গুলো দাবীর মাধ্যমে নির্যাতিত হওয়ার কারনে সংবাদ কর্মীদের প্রতি খবরটি প্রকাশের কথা জানিয়েছেন রাজশাহী কলেজের সাধারন ছাত্র ছাত্রীদের ব্যানার হতে।এদিকে সরেজমিনে মানববন্ধনের পরে রাজশাহী কলেজের সাধারন ছাত্র ছাত্রীদের মাঝে কথা বলে জানা গেছে। কিছু অসাধু ব্যক্তিদের কারনে অনার্স ৪র্থ বর্ষের ছাত্র ছাত্রীদের ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়েছে। এ ঘটনার দায় নিবে কে? এ বিষয়ে জানতে চাইলে সামাজিক সংগঠন, ন্যাশনাল ক্রাইম অবজারভেশন এন্ড লিগ্যাল এইড অত্র গঠনের রাজশাহী ডিভিশন সমন্ময়কারী,এছাড়া তদ্ন্ত কর্মকর্তা খলিলুর রহমান তারা এ বিষয়ে সঠিক তদ্ন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি অান্তরিকতার মাধ্যমে দাবী তুলেছেন।এ বিষয়ে অারো জানতে চাইলে তারা বলেন, দোষিদের খুজে বের করতে হবে এবং বিচারের কাঠগড়ায় তাদের দাঁড় করাতে হবে?এছাড়া অনুসন্ধানি নিলে অারো অনেক কিছু জানা যাবে বন্ধু নাগরিক ফোরামের রাজশাহী নেতাদের সাথে মতামতে তারা এ কথা বলেছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment