নাইকো দুর্নীতি মামলা; খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ১১ মার্চ

নাইকো দুর্নীতি মামলা; খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ১১ মার্চ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন পিছিয়ে আগামী ১১ মার্চ পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত ৯-এর বিচারক মাহমুদুল হাসান রবিবার এ দিন ধার্য করেন। এর আগে গত ৩০ নভেম্বর এ মামলায় খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থন করে জামিন নেন। গত বছরের ১৮ জুন এ মামলাটি বিচারিক আদালতে চলবে বলে রায় দেন হাইকোর্ট।

এদিকে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, নাইকো দুর্নীতি মামলায় চার্জ (অভিযোগ) গঠন সংক্রান্ত শুনানিতে আজ আদালতে যাওয়া দিন ধার্য থাকলেও এসএসসি পরীক্ষা থাকায় আজ আদালতে যাননি খালেদা জিয়া।

মামলায় বলা হয়, ২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করেন। পরবর্তী সময়ে ২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এতে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment