নওগাঁয় পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন

নওগাঁয় পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন

বিকাশ চন্দ্র প্রাং,স্টাফ রিপোর্টার, নওগাঁ:-
রবিবার সকাল সাড়ে ১০টায় নওগাঁয় পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এই সপ্তাহের কার্যক্রম উদ্বোধন করেন। নওগাঁ জেলায় পাসপোর্ট অফিস স্থাপনের পর থেকে এ জেলায় পাসপোর্ট প্রদানের কার্যক্রম অত্যন্ত সহজ এবং সম্প্রসারিত হয়েছে। অতি অল্প খরচে কোন অনিয়ম ছাড়াই গ্রহিতারা তাদের কাঙ্খিত পাসপোর্ট সেবা গ্রহন করতে পারছেন। এ পর্যন্ত এখান থেকে মোট ৭৩ হাজার ৫শ’ ৩৬টি পাসপোর্ট প্রদান করা হয়েছে। ২০১৪ সালের ৮ জুলাই থেকে ৩১ জানুয়ারি ২০১৮ সাল পর্যন্ত এসব পাসপোর্ট প্রদান করা হয়েছে।
নওগাঁয় পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধননওগাঁর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মোঃ গোলাম ইয়াছিন জানিয়েছেন, নওগাঁ জেলায় পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু হওয়ার পর ২০১৪ সালে ৮ হাজার ১শ’ ৭৬টি, ২০১৫ সালে ১৯ হাজার ১শ’ ৬৫টি, ২০১৬ সালে ২০ হাজার ২শ’ ৫৫টি, ২০১৭ সালে ২৩ হাজার ৬শ’ ৮৯টি পাসপোর্ট সেবাগ্রহিতাদের হাতে প্রদান করা হয়েছে। অপরদিকে ২০১৮ সালের জানুয়ারি মাসেই ২ হাজার ২শ’ ৫১টি পাসপোর্ট প্রদান করা হয়েছে। পাসপোর্ট সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহাকারী পরিচালক মোঃ গোলাম ইয়াছিন, পাসপোর্ট অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।#

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment