৮ ফেব্রুয়ারি নৈরাজ্য করলে ছাত্রলীগ প্রতিহত করবে: সোহাগ

৮ ফেব্রুয়ারি নৈরাজ্য করলে ছাত্রলীগ প্রতিহত করবে: সোহাগ

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, ৮ ফেব্রুয়ারিকে ঘিরে একটি মহল সারাদেশে অশান্তি সৃষ্টির পায়তারা করছে। ইতোমধ্যে আমরা ঘোষণা দিয়েছি আন্দোলনের নামে অহেতুক কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা জনগণের জানমাল রক্ষায় ভূমিকা রাখবে।

দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ৮ তারিখ আমাদের কোনো কর্মসূচি নেই। কিন্তু জনগণের নিরাপত্তায়, তাদের জানমাল রক্ষায় ছাত্রলীগের নেতা-কর্মীরা মাঠে থাকবে। তারা কোনো নাশকতা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করবে ছাত্রলীগ।

আজ সোমবার গাজীপুরে মহানগর ছাত্রলীগের বার্ষিক সম্মেলণে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি। প্রধান বক্তা ছিলেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রলীগ সব সময় মাঠে ছিল। আগামীতেও থাকবে। বিএনপি-জামায়াতকে রাজপথে সন্ত্রাস-নৈরাজ্য করতে দেওয়া হবে না।

মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপের সঞ্চালণায় এতে আরো বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, ছাত্রলীগের সহসভাপতি শাহাদাত হোসেন রাজন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম শামীম, সহসম্পাদক আরিফুল ইসলাম সোহাগ প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment