খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে ফেনীতে ধরপাকড় অব্যাহত, গ্রেফতার ২৬

খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে ফেনীতে ধরপাকড় অব্যাহত, গ্রেফতার ২৬

ফেনী প্রতিনিধি :-
আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সারাদেশের ন্যয় ফেনীতেও গত ৫দিন ধরে ব্যাপক ধরপাকড় অভিযান চালাচ্ছে পুলিশ। অভিযানকালে জেলার বিভিন্ন স্থান থেকে ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দাগনভূইয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জায়লস্কর ইউনিয়নর নুরুল্লাহপুর গ্রামের জামায়াত কর্মী আবদুল হান্নান, পূর্বচন্দ্রপুর ইউনিয়নের বৈঠারপাড়া এলাকার বিএনপি কর্মী সেলিম ও আজিজ ফাজিলপুর গ্রামের একরামুল হক শাহীন।
খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে ফেনীতে ধরপাকড় অব্যাহত, গ্রেফতার ২৬এছাড়া জেলার অন্য উপজেলা থেকে আরো ১৬ জনকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার রাতে সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের অশ্বদীয়া গ্রামের শফিকুর রহমানের ছেলে লিটন, পূর্ব কাজিরবাগ গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে আবদুল কাইয়ুমও চৌদ্দগ্রাম উপজেলার আবদুর রউফের ছেলে মো: সাদ্দাম প্রকাশ সুমনকে গ্রেফতার করে। গত রবিবার রাতে সদর উপজেলার শর্শদী ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মো: সরোয়ারকে গ্রেফতার করা হয়। এছাড়া কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর এলাকার আবুল হোসেনের ছেলে মো: মানিক, শহীদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এদিকে ফুলগাজী থানায় ৩ জন, সোনাগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম থানায় ১জন করে গ্রেফতার করা হয়। ফেনী মডেল থানার ওসি মো: রাশেদ খান চৌধুরী জানান, নাশকতা ঠেকাতে বিএনপি- জামায়াত নেতাকর্মীদের বাসা-বাড়িসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। রায়কে ঘিরে নাশকতা ঠেকাতে জেলার
গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা চেপ পোস্ট বসানো হয়েছে। তল্লাশী চালানো হচ্ছে যাত্রীবাহী পরিবহন ও সন্দেহজনক যানবাহন সমূহে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment