মুমিনুলকে নিয়ে বিশেষ পরিকল্পনা শ্রীলঙ্কার

মুমিনুলকে নিয়ে বিশেষ পরিকল্পনা শ্রীলঙ্কার

চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন টাইগার ব্যাটসম্যান মুমিনুল হক। দুই ইনিংসে তার রান ছিল যথাক্রমে ১৭৬ ও ১০৫। ছন্দে থাকা মুমিনুল হককে থামাতে ঢাকা টেস্টে বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে শ্রীলঙ্কা। বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটিই জানালেন লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল।

মুমিনুলকে নিয়ে বিশেষ পরিকল্পনা শ্রীলঙ্কার

মুমিনুলকে নিয়ে তিনি বলেন,`চট্টগ্রামে অসাধারণ খেলেছেন তিনি। টেস্ট ক্রিকেটে তিনি অনেক ভালো। একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা সহজ কাজ নয়। কিন্তু মুমিনুল সেটাই করেছে। এটা সবার জন্যই বিশেষ কিছু । তাই ওর জন্য আমাদের বিশেষ পরিকল্পনা আছে।’সিরিজ জিততে দ্বিতীয় টেস্টে জয় উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে চান্দিমাল বলেন,‘ সিরিজ জিততে জয়ের বিকল্প নেই। তাই আমাদের লক্ষ ভালো ক্রিকেট খেলা। বাকিটা কাল মাঠেই প্রমাণ হবে।’আগামীকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment