দ. আফ্রিকার আজ আশা বাঁচানোর লড়াই

দ. আফ্রিকার আজ আশা বাঁচানোর লড়াই

দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার ছয় ম্যাচ ওয়ানেড সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ। বুধবার নিউল্যান্ডসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পাঁচটায়। সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।
দ. আফ্রিকার আজ আশা বাঁচানোর লড়াইআজ জিতলে সিরিজ জয়ের পথে আরও এগিয়ে যাবে বিরাট কোহলিরা।নিউল্যান্ডস দক্ষিণ আফ্রিকার জন্য অন্যতম সফল ভেন্যু। এই ভেন্যুতে তারা ৩৩টি ম্যাচ খেলে ২৮টিতে জিতেছে। আজ যদি দক্ষিণ আফ্রিকা হেরে যায় তাহলে তাদের সিরিজ জয়ের আর কোনও আশা থাকবে না। আজ হারলে সর্বোচ্চ তাদের সিরিজ ড্র করার সুযোগ থাকবে। সর্বশেষ ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল ভারত।  এই সিরিজে গত ম্যাচ থেকে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দিচ্ছেন এইডেন মার্করাম। মাত্র দুইটি ওয়ানডে ম্যাচ খেলেই তিনি অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিস ইনজুরিতে থাকায় তাকে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে। অন্যদিকে, ইনজুরির কারণে কুইন্টন ডি কক এই ম্যাচে খেলতে পারবেন না। তার জায়গায় অভিষেক হতে চলেছে হেনরিক ক্লাসেনের।    দক্ষিণ আফ্রিকা একাদশ (সম্ভাব্য): হাশিম আমলা, এইডেন মার্করাম (অধিনায়ক), জেপি ডুমিনি, খায়া জোন্ডো, ডেভিড মিলার, ফারহান বিহারডাইন, হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), ক্রিস মরিস, কাগিসো রাবাদা, মরনি মরকেল, ইমরান তাহির।ভারত একাদশ (সম্ভাব্য): রোহিম শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জ্যাসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment