শ্রীলঙ্কাকে পেছনে ফেলে আটে আফগানিস্তান

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে আটে আফগানিস্তান

জিম্বাবুয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে নবম অবস্থান থেকে অষ্টম অবস্থানে উঠে এসেছে আফগানিস্তান। আর অষ্টম অবস্থান থেকে নবম অবস্থানে নেমে গেছে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কাকে পেছনে ফেলে আটে আফগানিস্তানবাংলাদেশ রয়েছে দশম অবস্থানে। ১১তম অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে।গত ৫ ও ৬ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ম্যাচে জয় পায় আফগানিস্তান। ফলে, দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি তারা ২-০ ব্যবধানে জিতে নেয়। সংযুক্ত আরব আমিরাতে চলতি সিরিজে এবার জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান।নতুন দল হিসাবে ও টি-টোয়েন্টিতে দারুণ খেলছে আফগানিস্তান। টেস্ট মর্যাদা পেলেও সাদা পোশাকের ক্রিকেটে এখনও দলটির অভিষেক হয়নি। চলতি বছর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু করার কথা তাদের।আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৫১ রেটিং পয়েন্ট নিয়ে ১১তম অবস্থানে রয়েছে আফগানিস্তান। ৫৩ পয়েন্ট নিয়ে দশম অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে। সুতরাং, ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও দ্রুত সেরা দলে জায়গা করে নেয়ার সুযোগ রয়েছে আফগানিস্তানের।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment