মানিকছড়িতে চাঁদা আদায় কালে ২ চাঁদাবাজ আটক

মানিকছড়িতে চাঁদা আদায় কালে ২ চাঁদাবাজ আটক
আনন্দ সোম, খাগড়াছড়ি:-
মানিকছড়ি উপজেলার বাটনাতলী,বড়বিল, ডাইনছড়ি, এলাকায় প্রতিদিন চাঁদেরগাড়ী, মোটর সাইকেল আহরীসহ এলাকার লোকজন থেকে বেশ কয়েকদিন ধরে চাঁদা আদায় করছেন একটি সন্ত্রাসী গ্রুপ। গোপন সংবাদ ভিত্তিতে আজ সকাল ১০টা বাটনাতলী সেনাক্যাম্প এর সেনা সদস্যরা যৌথ অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে আটক করে।
মানিকছড়িতে চাঁদা আদায় কালে ২ চাঁদাবাজ আটকজিজ্ঞাসাবাদে গত ২ তারিখ চাঁদের গাড়ী থেকে টাকা আদায় এবং গাড়িতে থাকা ড্রাইবারের মোবাইল ফোন নেওয়ার কথা স্বীকার করেন। আটককৃত চাঁদাবাজরা হলো সুমন মারমা(২৭)পিতা লাব্রে মারমা, সাং বড়বিল, বাধন শীল (৪৩) পিতা মন্টু কুমার শীল, সাং পান্নাবিল। পরে, সেনাবাহিনী আটক কৃতদের মানিকছড়ি থানা পুলিশ হেফাজতে সোপর্দ করেন, মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশিদ বলেন আটক কৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি করার দায়ে মামলার প্রস্তুতি চলছে। ডিওটি অফিসার এএস আই জসিম বলেন সুমন মারমার নামে পূর্বে গ্রেফতারি জারির আদেশ আছে। আসামীরা বর্তমানে মানিকছড়ি থানা হেফাজতে আছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment