সতীর্থদের উত্তেজনা নিয়ন্ত্রণের পরামর্শ রিয়াদের

সতীর্থদের উত্তেজনা নিয়ন্ত্রণের পরামর্শ রিয়াদের

চট্টগ্রাম টেস্ট ড্র হয়েছে। টাইগারদের সামনে এখন সুযোগ আছে ঢাকা টেস্টে জয় পেয়ে সিরিজ জিতে নেয়ার। সেটি যদি হয় তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয় করবে টাইগাররা। তাই এই ম্যাচের আগে বেশ সতর্ক স্বাগতিকরা।
সতীর্থদের উত্তেজনা নিয়ন্ত্রণের পরামর্শ রিয়াদেরঅধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়ে রাখলেন যে, ম্যাচে একটু ভালো করলে উত্তেজিত না হয়ে বরং আরও ভালো খেলতে হবে। তাহলেই ভালো কিছু হওয়া সম্ভব।বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘এখানে উইকেট ভিন্ন। বোলারদের ভালো করার সম্ভাবনা বেশি। অনেক সময় দেখা যায় বোলাররা একটু সুযোগ পেলে বা ভালো করলে আমরা উত্তেজিত হয়ে যায়। আমাদের অশ্যই এটি নিয়ন্ত্রণ করতে হবে এবং সঠিক জায়গায় বল করতে হবে। আর একটা জিনিস আমি আগেও বলেছি যে, ব্যাটিং ও বোলিংয়ে যদি আমরা ভালো পার্টনারশিপ গড়তে পারি তাহলে আমার মনে হয় আমরা ভালো কিছু করতে পারব।’তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম টেস্টে আমরা যখন প্রথম উইকেটটা নিলাম তারপর আমাদের আরও সুযোগ ছিল। কিন্তু আমরা সেটি কাজে লাগাতে পারিনি। এছাড়া আমাদের আরও কিছু রান নেয়ার সুযোগ ছিল। এগুলো করতে পারলে প্রতিপক্ষের উপর আরও চাপ সৃষ্টি হতো।’মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। ম্যাচটিতে প্রতিদিন খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়। চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচ ড্র হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment