গতকাল রাত থেকে জাককানইবি-তে পুলিশ মোতায়েন

গতকাল রাত থেকে জাককানইবি-তে পুলিশ মোতায়েন

গতকাল রাত থেকে জাককানইবি-তে পুলিশ মোতায়েন আগামীকাল ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায়কে কেন্দ্র করে সারাদেশের ন্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী । গতকাল বিকেল থেকেই লক্ষ্য করে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ সহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.জাহিদুল কবীর বলেন সারাদেশের ন্যায় প্রশাসনের সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন আছে । অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন আগামীকাল বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির মামলার রায়কে কেন্দ্র করে যেন কোন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সেলক্ষে মাঠে থাকবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ । হটাত করে কেন এতো তৎপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন প্রশ্নে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান বলেন বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায়কে কেন্দ্র করে যেন বিশ্ববিদ্যালয়ে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশে আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছি । উল্লেখ্য কিছু সূত্রের বরাত জানা গেছে বিশ্ববিদ্যালয়ে মধ্যে সক্রিয় হওয়ার চেষ্টা করছে ছাত্রদল এমনকি আগামীকাল রায় পক্ষে না গেলে বিক্ষোভ করতে পারে সংগঠনটির নেতৃত্ব । এ বিষয়ে ছাত্রদল নেতৃত্বের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও পারা যায়নি ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment