জাককানইবিতে সরব ছাত্রলীগ, নিশ্চুপ ছাত্রদল!

জাককানইবিতে সরব ছাত্রলীগ, নিশ্চুপ ছাত্রদল!

  নিহার সরকার ,  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আজকের ৮ ফেব্রুয়ারির রায়কে কেন্দ্র করে কেন্দ্রীয় ছাত্রলীগ এর ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল থেকেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছিলো বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এ উপলক্ষে আজ দুপুর ১২টায় ছাত্রলীগের একটি মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । মিছিল থকে বিএনপি-ছাত্রদল বিরোধী শ্লোগান দেয়া হয় । অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির মামলায় অভিযুক্ত বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে কোন কার্যক্রম করতে দেখা যায়নি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলকে । উল্লেখ্য দুপুর ২টার পর দুর্নীতির মামলার রায়কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও জয় বাংলার মোড়ে সমাবেশ করে ছাত্রলীগ । এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment