খালেদা জিয়া কেন্দ্রীয় কারাগারে

বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে কারাগারে নেয়া হয়েছে। বৃহস্পতিবার দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা ঘোষণার পর তাকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।

 

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন বিচারিক আদালত। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ মামলার অপর ৫ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়। সেই সাথে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

পুরান ঢাকার বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠ স্থাপিত বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোঃ আখতারুজ্জামান বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ রায় দেন। ১১টি বিষয় বিবেচনা নিয়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দেয় আদালত। এ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

 

এদিকে কেন্দ্রীয় কারাগার এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে আওয়ামী লীগ ও বিএনপির প্রচুর নেতাকর্মীরাও অবস্থান করছেন। ফলে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment