অক্ষয় কুমার‘প্যাডম্যান’ পাকিস্তানে নিষিদ্ধ

গত ৯ ফেব্রুয়ারি গোটা ভারতের ২ হাজার ৭৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরিচালক আর বাল্কির ‘প্যাডম্যান’। মূলত নারীদের মাসিকের সময়ের স্বাস্থ্যবিধি নিয়ে নির্মিত হয়েছে এই ছবিটি। তবে ভারতে সহিসালামতে চললেও ‘প্যাডম্যান’ ছবিটির মুক্তি নিষিদ্ধ ঘোষণা করেছে প্রতিবেশী দেশ পাকিস্তান।দেশটির সেন্সর বোর্ডের মুখপাত্র ইসহাক আহমেদ গণমাধ্যমকে সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমরা এমন কোনো ছবিকে প্রদর্শনের জন্য ছাড়পত্র দিতে পারি না, যা আমাদের ঐতিহ্য আর সংস্কৃতির সঙ্গে যায় না।’

তিনি আরও বলেন, ‘ছবিটি আমি দেখতেও চাই না। কেননা, একটি নিষিদ্ধ বিষয়ের ওপর এটি নির্মাণ করা হয়েছে। কাজেই, ছবিটিকে আমরা কোনো রকম ছাড়পত্র দিচ্ছি না। এটি সামাজিক ও ধর্মীয় দিক দিয়েও পাকিস্তানে কোনো প্রকার অনুমোদন পাবে না।’এদিকে, মুক্তির আগে ছবির বিষয়বস্তু নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হলেও মুক্তির পর ‘প্যাডম্যান’-কে ঘিরে সেই সাড়া লক্ষ্য করা যায়নি। ছবিটি মুক্তির প্রথম দিনে সারা ভারত থেকে মাত্র ১০.২৬ কোটি টাকা আয় করেছে। পরের দিনের আয়ও উল্লেখ করার মতো নয়। বাকি দিনগুলোতে কেমন চলবে সেটা সময়ই বলে দেবে।ঋতুস্রাব একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। এ নিয়ে চিন্তিত হওয়ার বা রাগঢাক করার কিছু নেই। গোটা ভারতে এই বার্তাটিই পৌছাতে চেয়েছে আর বাল্কি পরিচালিত ‘প্যাডম্যান’। এটির মূল ভূমিকায় অভিনয় করেছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। আরও রয়েছেন রাধিকা আপ্তে ও সোনম কাপুর। ছবিটি প্রযোজনা করেছেন অক্ষয়ের স্ত্রী অভিনেত্রী টুইঙ্কেল খান্না।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment