নোয়াখালীতে জনসম্মুখে ধুমপান রোধে উদ্যোগ

নোয়াখালীতে জনসম্মুখে ধুমপান রোধে উদ্যোগ

নোবিপ্রবি প্রতিনিধিঃ
ব্রিটিশ কাউন্সিল-এক্টিভ সিটিজেন ইয়ুথ লিডারশীপ “ডেমোক্রেসিওয়াচ”এর অধীনে “জল ছাপ” শীরোনামে কাজ করছে একদল তরুণ তরুণী। তারা অধিকাংশ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাছাড়াও এতে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরোক্ষ ধুমপানের কুফল নিয়ে বিভিন্ন স্লোগান, ফেস্টুন,প্লে-কার্ড ব্যানার প্রদর্শন করে সাধারণ জনগণের মাঝে সচেতনতা মুলক কাজের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম সম্পূর্ণ করেন।
নোয়াখালীতে জনসম্মুখে ধুমপান রোধে উদ্যোগএছাড়াও প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেন যাতে জনসাধারণের মাঝে এই উদ্দীপনা তৈরী হয়।এতে খুশি হয়ে অনেকে জনসম্মুখে ধুমপান করবেন না বলে আশ্বাস প্রদান করে। একজন শিক্ষিত লোক এই উদ্যেগ দেখে বাহবা প্রদানের পাশাপাশি বলেন প্রকাশ্যে ধুমপান তো আপনাদের মত ছাত্ররাই বেশি করে,তখন জল ছাপ সদস্যরা উনাকে ভাল ভাবেন বুঝান এবং যাতে ভবিষ্যতে কেউ না করে সেজন্য এই পদক্ষেপ তা উল্লেখ করেন।এই বিষয়ে জলছাপ প্রধান রেজাউল হাসান সৈকতের সাথে কথা বললে তিনি জানান, জেলাপ্রশাসক সহ সব মহলে একটা সাড়া পাওয়া গেছে এবং সবাই বাহবা দিয়েছেন। তিনি আরো বলেন আমরা এই কাজ পুরো নোয়াখালী শহরে করব এবং এর মাধ্যমে পুরো দেশ বাসীকে জানাব।আসলে ধুমপান নিজে করলে যেমন ক্ষতি হয়, এর ধোঁয়া মাধ্যমে আরো বেশি আক্রান্ত হয় পাশে থাকা একজন অধুমপায়ী। প্রতি বছর প্রায় ৬০ হাজার শিশু মৃত্যুবরণ করে এই পরোক্ষ ধুমপানের ফলে। তাছাড়াও পরোক্ষ ধুমপানের ফলে বিভিন্ন রকম রোগ ব্যাধি হয়ে থাকে। আমাদের সকলের উচিত নিজে অপরাধ করে সেই অপরাধে যেন অন্যজন ক্ষতি না হয় সেদিকে খেয়াল করা।মুলত সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সোনাপুর রেলস্টেশনে এই প্রচার প্রচারণা চালনা হয় এবং সাধারণ জনগণের মাঝে একটা সাড়া পাওয়া যায়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment