আইসিটি বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার জন্য ডেনমার্কের প্রতি আহ্বান জানিয়েছেন-মোস্তাফা জব্বার

আইসিটি বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার জন্য ডেনমার্কের প্রতি আহ্বান জানিয়েছেন-মোস্তাফা জব্বার
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বর্তমান সরকারের বিনিয়োগ বান্ধব নীতি কাজে লাগিয়ে তথ্য-প্রযুক্তিসহ (আইসিটি) বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার জন্য ডেনমার্কের প্রতি আহ্বান জানিয়েছেন।
আইসিটি বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার জন্য ডেনমার্কের প্রতি আহ্বান জানিয়েছেন-মোস্তাফা জব্বার
তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের তরুণ প্রজন্ম বিরল প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত মাইকেল হেমনিট্রি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। আজ মঙ্গলবার ঢাকায় আইসিটি বিভাগে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে তাঁরা তথ্য প্রযুক্তিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন।মোস্তাফা জব্বার বাংলাদেশ ও ডেনমার্ক বন্ধুপ্রতীম দুটি দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি তথ্যপ্রযুক্তি বিকাশে বিশেষ করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন। তিনি অটোমেশনের মাধ্যমে সদ্য সমাপ্ত ফোর জি নিলামে দেশে উদ্ভাবিত সফটওয়্যারের সফলতা তুলে ধরেন। মন্ত্রী সরকারের বিনিয়োগ বান্ধব নীতি তুলে ধরে বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত লাভজনক একটি স্থান। মন্ত্রী আগামী দিনগুলোতেও বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ক আরো জোরদার হবে বলে দৃঢ়-প্রত্যাশা করেন।রাষ্ট্রদূত, বিভিন্ন খাতে বিশেষ করে তথ্যযোগাযোগ প্রযুক্তিতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রযুক্তিখাত অত্যন্ত সম্ভাবনাময় হিসেবে উল্লেখ করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment