কোস্ট গার্ডের সর্বোচ্চ পদক পেলেন নওগাঁর জাহাঙ্গীর

কোস্ট গার্ডের সর্বোচ্চ পদক পেলেন নওগাঁর জাহাঙ্গীর

নওগাঁ প্রতিনিধি:-
উপকূলীয় অঞ্চলে ডাকাত নির্মূলে বিশেষ অবদান রাখায় কোস্ট গার্ডের সর্বোচ্চ (বিসিজিএম) পদক-২০১৭ পেয়েছেন নওগাঁর জাহাঙ্গীর আলম।  জাহাঙ্গীর আলম ২০০৪ সালে নাবিক হিসেবে নৌবাহিনীর আরও(জি) তে যোগদান করেন। পরে ২০১৬ সালে কোস্টগার্ডে বদলি হন। কোস্ট গার্ডের ইন্টিলিজেন্ট ইউনিটে যোগদানের পর থেকে খুলনার উপকূলীয় অঞ্চলে কাজ শুরু করেন তিনি।
কোস্ট গার্ডের সর্বোচ্চ পদক পেলেন নওগাঁর জাহাঙ্গীরউপকূলীয় অঞ্চলে ডাকাত নির্মূলে দায়ীত্ব পাওয়ার শুরু থেকেই সচেষ্ট থাকেন। অভিযান পরিচালনা করে তিনি বহুবার অস্ত্রসহ দূর্ধর্ষ ডাকাত ধরতে সক্ষম হন। এছাড়াও সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা চোরায় পণ্য, সুন্দরবনের বনজ ও মৎস সম্পদ রক্ষায় ছিলেন মূর্ত প্রতীক। এসব কাজে বীরত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশ কোস্ট গার্ড তাকে বিসিজিএম পদকে ভূষিত করেন।
জাহাঙ্গীর আলম নওগাঁর বদলগাছী উপজেলার কুশারমুড়ী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি আলহাজ মো. জাহান আলী ও জান্নাতুন রেহেনার বড় ছেলে।
বিসিজিএম পদক পাওয়ায় তিনি বাংলাদেশ সরকারকে কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment