কুমিল্লায় যুবলীগ নেতার পরিকল্পনায় স্বর্ণ ব্যবসায়ী খুন

কুমিল্লায় যুবলীগ নেতার পরিকল্পনায় স্বর্ণ ব্যবসায়ী খুন

মো:ফাহাদ বিন রহমান,কুমিল্লা প্রতিনিধি:-
কুমিল্লায় স্বর্ণ ব্যবসায়ী ও স্থানীয় যুবলীগ কর্মী নিতাই দেবনাথ হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত লাকসাম পৌরসভার ওয়ার্ড যুবলীগ নেতা ছায়েদুল হক জুয়েল ও স্থানীয় ব্যবসায়ী বেল্লাল হোসেন আটক হওয়ার পর পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ওই দুই আসামি। আটক অপর তিন আসামিকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জানা যায়, লাকসাম পৌর এলাকার ফতেপুর গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ছায়েদুল হক জুয়েলের পরিকল্পনা ও নির্দেশে ৫০ হাজার টাকার চুক্তিতে নিতাই দেবনাথকে হত্যা করে চাটখিল উপজেলার পশ্চিম দিলিয়াই গ্রামের বেল্লাল হোসেনের বাড়ির পাশের একটি ডোবায় ফেলে রাখা হয়।

কুমিল্লায় যুবলীগ নেতার পরিকল্পনায় স্বর্ণ ব্যবসায়ী খুনহত্যার কারণ : নিতাই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ওয়ার্ড যুবলীগ সহ-সভাপতি ছায়েদুল হক জুয়েল স্বীকার করেন। ব্যবসায়ী নিতাই দেবনাথের সঙ্গে তার অনেক দিনের বন্ধুতের সম্পর্ক ছিল। তারা দু’জনই জনৈক প্রবাসীর আস্থাভাজন ছিলেন। তবে জুয়েলের তুলনায় সবসময় নিতাই দেবনাথই প্রাধান্য পেত ওই প্রবাসীর কাছে। যা দেখে জুয়েল ঈর্ষান্বিত হতো। এরমধ্যে কিছুদিন আগে নিতাই থেকে ২০ হাজার টাকা ধার নেয় জুয়েল। পাওনা টাকা চাওয়ার কারণে নিতাইর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। আর তখনই সে নিতাইকে হত্যার ঘৃণ্য পরিকল্পনা আঁটে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিতাই দেবনাথ গত ৭ ফেব্রুয়ারি বিকাল ৩টার দিকে উপজেলার সাইতলা গ্রামের পৈতৃক বাড়িতে যায়। স্ত্রী সন্তানকে বাড়িতে রেখে লাকসামের উদ্দেশে বের হয়ে রাতে আর বাড়ি না ফেরায় নিতাইর স্ত্রী ও স্বজনরা মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পায়। পরে ১১ ফেব্রুয়ারি থানায় ডায়েরি করে নিতাইর বড় ভাই গৌরাঙ্গ দেবনাথ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment