সিরাজগঞ্জে মাদ্রাসা সুপারসহ পাঁচ ভুয়া পরীক্ষার্থীর জরিমানা

সিরাজগঞ্জে মাদ্রাসা সুপারসহ পাঁচ ভুয়া পরীক্ষার্থীর জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলমান এসএসসি ও সমমানের একটি পরীক্ষা কেন্দ্রে অভিযান চালিয়ে পাঁচ ভুয়া পরীক্ষার্থীকে আটকের পাঁচ হাজার টাকা করে জরিমানা ও তাদের সহযোগিতার দায়ে মাদ্রাসা সুপারকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন,

সিরাজগঞ্জে মাদ্রাসা সুপারসহ পাঁচ ভুয়া পরীক্ষার্থীর জরিমানাউপজেলার ইসলামপুর ধরইল মাঝিপাড়া দাখিল মাদ্রাসা সুপার আতাউর রহমান ও শিক্ষার্থী তানিয়া খাতুন, আতিকুল ইসলাম, সাজু আহমেদ, মনসুর আহমেদ ও ইমন বাবু। উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান রিপন জানান, উল্লাপাড়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় কয়েকজন ভুয়া পরীক্ষার্থী অংশ নিয়েছে। এমন খবরের ভিত্তিতে শনিবার দুপুরে ওই কেন্দ্রে অভিযান চালিয়ে পাঁচ ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। তাদের সহযোগিতার দায়ে মাদ্রাসা সুপারকেও আটক করা হয়। পরে  ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে বিচারক মাদ্রাসা সুপার আতাউর রহমানকে দুই মাসের কারাদণ্ড এবং পাঁচ ভুয়া পরীক্ষার্থীর প্রত্যেকেই পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় মামলা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment