পাঁচবিবিতে ২ এসএসসি পরীক্ষার্থীর কারাদণ্ড

পাঁচবিবিতে ২ এসএসসি পরীক্ষার্থীর কারাদণ্ড

জয়পুরহাটের পাঁচবিবিতে এসএসসির (দাখিল) রসায়ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুই পরীক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ওই পরীক্ষার্থীরা হল – আল-আমিন ও মিনহাজ প্রধান। এ ছাড়া অন্য এক মাদরাসার শিক্ষক ও এক শিক্ষার্থীর বিরুদ্ধে এর সাথে জড়িত সন্দেহে থানায় মামলা হয়েছে।
পাঁচবিবিতে ২ এসএসসি পরীক্ষার্থীর কারাদণ্ডবৃহস্পতিবার দুপুরে ওই শিক্ষার্থীদের আটকের পর বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে এ সাজা দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল আলম ও পরীক্ষার কেন্দ্র সচিব দেলোয়ার হোসেন জানান, এন.এম সরকারি বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ৪ নং কক্ষে ২ জন পরীক্ষার্থী মোবাইল ফোনের ম্যাসেঞ্জারের মাধ্যমে প্রশ্নপত্র পেয়ে পরীক্ষা দিচ্ছিল। এ সময় তাদের হাতে নাতে আটক করা হয়। তারা উপজেলার ধাপেরহাট দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিল। একই সাথে শিক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র বিক্রির অপরাধে দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট দাখিল মাদরাসার রসায়ন বিভাগের শিক্ষক হুমায়ুন কবির ও ধাপেরহাট মাদরাসার সাবেক শিক্ষার্থী নাঈম হোসেনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment