বাকৃবিতে পিএইচডি ডিগ্রিধারীদের সংবর্ধনা প্রদান

বাকৃবিতে পিএইচডি ডিগ্রিধারীদের সংবর্ধনা প্রদান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত ৩৬ জনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদীয় সম্মেলন কক্ষে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে পিএইচডি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (পিএইচডিএসএ)।
বাকৃবিতে পিএইচডি ডিগ্রিধারীদের সংবর্ধনা প্রদানঅনুষ্ঠানে পিএইচডিএসএ’র সভাপতি এ.বি.এম. সাইদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. লুৎফুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত ৬৭৮ জন পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন এবং বর্তমানে ৩৪৩ জন পিএইচডি করছেন। এই গবেষকদের গবেষণা ও নিরলস পরিশ্রমের কারণে এই বিশ্ববিদ্যালয় যেমন এগিয়ে যাচ্ছে তেমনি সমৃদ্ধ হচ্ছে দেশের কৃষিক্ষেত্র।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment