খালেদার আপিল শুনানির জন্য গ্রহণ, অর্থদণ্ড স্থগিত

খালেদার আপিল শুনানির জন্য গ্রহণ, অর্থদণ্ড স্থগিত

বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একইসাথে ওই মামলায় বিচারিক আদালতে দেয়া জরিমানার আদেশও স্থগিত করা হয়েছে।
খালেদার আপিল শুনানির জন্য গ্রহণ, অর্থদণ্ড স্থগিতএছাড়া পাঁচ বছরের দণ্ড নিয়ে কারাগারে থাকা খালেদা জিয়ার জামিন চেয়ে করা আবেদনের ওপর শুনানি রবিবার হবে। ওই দিন বেলা ২টায় আবেদনটি শুনানির জন্য আসবে বলে জানিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার খালেদা জিয়ার আপিল গ্রহণযোগ্যতার ওপর শুনানি নিয়ে এ আদেশ দেন। একই সঙ্গে এ মামলায় বিচারিক আদালতের নথি তলব করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ওই নথি হাইকোর্টে পাঠাতে সংশ্লিষ্ট আদালতকে নির্দেশ দেয়া হয়েছে। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন প্রমুখ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment