বিশ্বনাথে সড়কে অবৈধ গতিরোধক, দূর্ঘটনার আশংকা

বিশ্বনাথে সড়কে অবৈধ গতিরোধক, দূর্ঘটনার আশংকা

পাভেল সামাদ, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ
সংশ্লিষ্ট অফিসের অনুমতি কিংবা নির্দেশনা ছাড়াই সম্প্রতি বিশ্বনাথ উপজেলার ব্যস্ততম বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের বাগিচাবাজারে অস্বাভাবিক
উচ্চতার দুটি অবৈধ গতিরোধক নির্মাণ করা হয়েছে। রাতের আঁধারে মাত্র কয়েক গজ দুরত্বে এ দু’টি উচু গতিরোধক নির্মাণ করেছে স্থানীয় কালিজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি।

বিশ্বনাথে সড়কে অবৈধ গতিরোধক, দূর্ঘটনার আশংকানিজেদের খেয়াল খুশিমতো করা এ দু’টি গতিরোধক যেমন তৈরী করেছে যাত্রী ভোগান্তি, তেমনই আশংকা তৈরী করেছে যানবাহন নষ্টের। যার ফলে, ঘটতে পারে ছোটখাটো দূর্ঘটনাও। অনেকেই মনে করছেন, গতিরোধের পরিবর্তে মানুষকে দূর্ঘটনার দিকে ঠেলে দিবে এগুলো। এ সড়কের অনেক চালক অভিযোগ করে বলেছেন, নিচু গাড়ির ইঞ্জিন আটকে যাওয়ার মতো এ রকম উঁচু গতিরোধক আর কোথাও দেখিনি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম জুয়েল বলেন, গতিরোধক নির্মাণের অনুমতি চেয়ে আমরা পাইনি। পরে দুর্ঘটনা রোধে এলাকাবাসীকে সাথে নিয়ে এদুটো নির্মাণ করেছি। উপজেলা প্রকৌশলী মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বলেন, অনুমতি ব্যতিত গতিরোধ নিমার্ণ করার নিয়ম নেই। সরজমিন পরিদর্শন করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার বলেন, অনুমতি ছাড়া গতিরোধক নির্মিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment