জগন্নাথপুরে সালিশ বৈঠকে সংর্ঘষ: আহত ১০

জগন্নাথপুরে সালিশ বৈঠকে সংর্ঘষ: আহত ১০

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের জালালাবাদ গ্রামে সালিশ বৈঠকে সংঘর্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জালালাবাদ গ্রামে পীরেরগাঁও বাজারের পাশে থাকা নদী প্রত্যেক বছর স্থানীয় পঞ্চায়াতের মাধ্যমে নিলাম দেওয়া হয়।
জগন্নাথপুরে সালিশ বৈঠকে সংর্ঘষ: আহত ১০নিলামের টাকা গ্রামের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে ব্যবহার করা হয়। কিন্তু গত বছর জালালাবাদ গ্রামের কদর আলীর ছেলে লিলু মিয়া ও এ বছর মৃত ইছমত উল্লাহর ছেলে সাইদুল মিয়া নিলাম নিলেও নিলামের টাকা গ্রামের ক্যাসিয়ার হাজী মনফর উল্লাহ ছেলে হাসান আলী ও মৃত ধন মিয়ার ছেলে আনোয়ার মিয়ার কাছে জমা দেওয়ার কথা থাকলেও জমা করেন নাই। এ বিষয়ে গতকাল বৃহ:বার সকাল ১১ ঘটিকায় লিলু মিয়ার বাড়ীতে সালিস বৈঠকে বসলে দুইজনের কাছে টাকা চাওয়া হলে, তারা টাকা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে সালিস বৈঠকে একই গ্রামের আরশ আলীর ছেলে সেবুল মিয়ার সাথে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সালিস বৈঠকে সংর্ঘষ বেধে যায়। এতে সেবুল মিয়ার পক্ষের লোক মৃত আব্দুর রহিমের ছেলে ফজলু মিয়া (৭০), হাজী মনফর উল্লাহর ছেলে হাসান আলী (৫৫), মৃত রহমত উল্লাহর ছেলে ইদ্রিছ আলী (২৫),মৃত আছদ্দর উল্লাহর ছেলে বিলাল মিয়া (৩০), আব্দুল হাসিমের ছেলে জিয়াউর মিয়া (২৮),মৃত আলকাছ উল্লাহর ছেলে শফিকুন নুর (৩২) সহ ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ফজলু মিয়াকে জগন্নাথপুর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্রা এ ভর্তি করা হয়েছে।

এ বিযয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর বলেন, জালালাবাদ গ্রামে সালিশ বৈঠকে সংঘর্ষের ঘটনা স্থল পুলিশ পরিদর্শন করে এসেছে। উভয় পক্ষের মধ্যে সমঝোতা করার চেষ্টা চলছে।##

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment