কলাপাড়ায় অবাধে ট্রলি চলাচল, ভাঙছে সড়ক

কলাপাড়ায় অবাধে ট্রলি চলাচল, ভাঙছে সড়ক

পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরে ইট বহনকারী ট্রলির অবাধ চলাচল বেড়েই চলেছে। এতে সড়কগুলো ক্রমশই ভেঙে যাচ্ছে। সড়ক বিভিন্ন পয়েন্টে ছোট বড় গর্তেরও সৃষ্টি হয়েছে।
কলাপাড়ায় অবাধে ট্রলি চলাচল, ভাঙছে সড়কপ্রতিনিয়ত ভারী এসব যান চলাচলের করণে অধিকাংশ সড়কেরই এখন এমনই বেহাল দশা। সড়কগুলো যাত্রীবাহী যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তবুও এসব ট্রলি চলাচল বন্ধে পৌর কর্তৃপক্ষের কোনো উদ্দ্যোগ নেই। স্থানীয়দের অভিযোগ, পৌর পরিষদের কিছু প্রভাবশালী জনপ্রতিনিধিসহ বেশ কিছু রাজনৈতিক ব্যক্তি ইটভাটা ব্যবসার সাথে জড়িত থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, কলাপাড়া পৌর শহরে প্রায় ৩০ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে রোড ওয়ান ও রোড টু প্যাকেজে দাতা সংস্থা এডিবি’র অর্থায়নে সিটিইআইপি প্রকল্পের অধীনে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মান কাজ চলছে ১৫ কিলোমিটার সড়কের। পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির জানান, শহরের অভ্যন্তরে ভারী যানবাহন চলাচল বন্ধে পৌরসভার সিদ্ধান্ত রয়েছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment