শ্রীপুরে বিদ্যুৎ পেল ২৫০ পরিবার

শ্রীপুরে বিদ্যুৎ পেল ২৫০ পরিবার

সাগর আহামেদ মিলন গাজীপুর প্রতিনিধিঃ-
শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়েন ৫নং ওয়ার্ডে ২৫০ পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এতদিন এ এলাকার মানুষ বিদ্যুতের আলো থেকে বঞ্চিত ছিল। আজ রোববার দুপুরে মাওনা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কবরঘাটা গ্রামে এই বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ পুত্র এ্যাড. জামিল হাসান দুর্জয়।
শ্রীপুরে বিদ্যুৎ পেল ২৫০ পরিবারশ্রীপুর উপজেলা কৃষকলীগের সভাপতি কবির হোসেনের সভপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. জামিল হাসান দুর্জয়। প্রধান অতিথির বক্তব্যে জামিল হাসান দুর্জয় বলেন, বিদ্যুৎ অনেক মূল্যবান সম্পদ। ভালো কাজে এটা ব্যবহার করতে হবে। বিশেষ করে লেখা-পড়ায়। এসময় বিদ্যুৎ অপচয় না করার অনুরোধ জানান তিনি। এসময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক , মাওনা ইউনিয়ন আ’লীগের সভাপতি জেড আই জালালসহ  বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতারা। এদিকে দেশ স্বাধীনের পরে এই প্রথম ঘরে বিদ্যুতের আলো পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠে এতদিনের আলো বঞ্চিত পরিবারের সদস্যরা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment