শ্রীপুরের রাজাবাড়ীতে ডিজিটাল হোল্ডিং কার্ড সেবার উদ্বোধন

শ্রীপুরের রাজাবাড়ীতে ডিজিটাল হোল্ডিং কার্ড সেবার উদ্বোধন
সাগর আহামেদ মিলন গাজীপুর প্রতিনিধিঃ
শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডিজিটাল হোল্ডিং সেবার উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর প্রকল্পের উদ্বোধন করেন।রাজাবাড়ি ইউপি চেয়ারম্যান মো: ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির।
শ্রীপুরের রাজাবাড়ীতে ডিজিটাল হোল্ডিং কার্ড সেবার উদ্বোধনবিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আকতার, সহকারী কমিশনার (ভূমি) মো: সোহেল রানা। এসময় আরোও বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রাম আদালত শক্তিকরন প্রকল্পের সমন্বয়নকারী ফজিলাতুন্নেসা, অহিদুজ্জামান, শিক্ষকদের পক্ষে কাউসার আহমেদ, শ্যামল চন্দ্র দাস, ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার ফজিলা খানম, কাজী আনসার উদ্দিন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির বলেন, ডিজিটাল হোল্ডিং কার্ড সেবার মাধ্যমে জনগণ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভোটার কার্ড, জন্ম ও মৃত্যু সনদ, উত্তরাধিকারী সনদসহ যাবতীয় সেবা সমূহ পাবে। এসময় তিনি ৫০টি পরিবারের মাঝে ডিজিটাল হোল্ডিং এসেসম্যান্ট কার্ড বিতরণ করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment