২২ দিন কারাভোগের পর জামিন পেলেন বিএনপি নেতা মজিদ

২২ দিন কারাভোগের পর জামিন পেলেন বিএনপি নেতা মজিদ
রিয়াজ উদ্দীন (ঝিনাইদহ) প্রতিনিধিঃ-
২২ দিন কারাভোগের পর জামিন পেলেন ঝিনাইদহ বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হরিণাকুণ্ডু উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ মজিদ। সোমবার ঝিনাইদহের একটি আদালত থেকে জামিনের পর দুপুর ২টায় ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি।  গত ৪ ফেব্রুয়ারি রাতে যশোর বিমানবন্দর থেকে বিএনপি নেতা মজিদকে গ্রেফতার করে যশোর কোতোয়ালি থানা পুলিশ। সেদিন তিনি অভ্যন্তরীণ ফ্লাইটে যশোর বিমানবন্দর থেকে ঢাকা যাচ্ছিলেন।
২২ দিন কারাভোগের পর জামিন পেলেন বিএনপি নেতা মজিদসে সময় যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, ঝিনাইদহ সদর থানায় এম এ মজিদের নামে নাশকতার মামলা রয়েছে। সেই মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়। এম এ মজিদের শ্বশুর কালীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আতিয়ার রহমান জানান, কয়েকদিন আগেই তার জামাই অ্যাডভোকেট এম এ মজিদকে জামিন দেন আদালত। এরপর তাকে একাধিক পুরানো মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। ফলে তার মুক্তি পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে যায়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment