আজমির জিয়ারত করতে পারলেন না শতাধিক পাকিস্তানি

আজমির জিয়ারত করতে পারলেন না শতাধিক পাকিস্তানি

দিল্লির আজমির শরীফে ওরস উপলক্ষে শতাধিক পাকিস্তানি ভারত ভ্রমণের ভিসা চেয়েছিল। তাদের সবার আবেদন নাকচ করে দিয়েছে ইসলামাবাদের ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য নিশ্চিত করে।
আজমির জিয়ারত করতে পারলেন না শতাধিক পাকিস্তানিসূত্র মতে, প্রতিবছরই ওরস উপলক্ষে আজমির জিয়ারতে ভারতীয় ভিসার আবেদন করেন পাকিস্তানিরা। ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় প্রটোকল চুক্তি অনুসারে এ ধরনের ভিসা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে উভয় দেশের। প্রটোকল অনুসারে সর্বোচ্চ ৫০০ ভিসা ইস্যু করার কথা ভারতের। কিন্তু এ বছর কোনো পাকিস্তানিকে আজমির জিয়ারতের ভিসা দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ।

শুধু মুসলিম হবার কারণে যে ভারতীয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে তা কিন্তু নয়। এ বছর শিব রাত্রি উপলক্ষে ২০০ পাকিস্তানি হিন্দু ভারত ভ্রমণে জন্য ভিসার আবেদন করেছিল। তাদের একজনকেও ভিসা দেয়নি ভারত। প্রসঙ্গত, ২০১৭ সালে পাকিস্তানিদের সব ধরনের ভিসা দেয়া নিষিদ্ধ করে দেয় ভারত। এরপর ২০১৮ সালে পাকিস্তানি সংযোগ থাকার কারণে দেশটির হিন্দুদেরও ভিসা দেয়া বন্ধ করে ভারত। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment