খালেদার মুক্তির দাবিতে জোটের শরিকদের লিফলেট বিতরণ

খালেদার মুক্তির দাবিতে জোটের শরিকদের লিফলেট বিতরণ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর তোপখানা, পুরানাপল্টন, বিজয়নগরে লিফলেট বিতরণ করেছে ২০ দলীয় জোটের শরিক এলডিপি, বাংলাদেশ ন্যাপ, ডিএল ও লেবার পার্টি। বৃহস্পতিবার এসব স্থানের সামনে ফুটপাতে পথচারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে লিফলেট তুলে দেন দলের নেতৃবৃন্দ।
খালেদার মুক্তির দাবিতে জোটের শরিকদের লিফলেট বিতরণএসময় এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে উপস্থিত ছিলেন ডিএল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, লেবার পার্টি মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, বিএনপি ঢাকা মহানগর দক্ষিন সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, লেবার পার্টি যুগ্ম মহাসচিব শামসুদ্দিন পারভেজ, মাহমুদ খান, হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা, ন্যাপ ঢাকা মহানগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, আবদুল্লাহ আল মামুন, ছাত্রনেতা কামরুল ইসলাম সুরুজ, জিনাফ সভাপতি মিয়া মো. আনোয়ার হোসেন, জাতীয়তাবাদী কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার প্রমুখ।

এসময় এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, দেশে আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই, মানবাধিকার নেই, গণম্যাধমের স্বাধীনতা নেই। বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া বলেন, খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠার জন্য রাজপথে ঐক্যবদ্ধভাবে নামতে হবে।

ডিএল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি বলেন, একটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে জেলে থাকতে হচ্ছে। লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী বলেন, বেগম খালেদা জিয়া যদি চাইতেন যে তার দু’কোটি টাকা প্রয়োজন, একদিনও লাগতো না, তারও কম সময়ের মধ্যে দেশের সাধারণ মানুষরা এর চাইতে বেশি টাকা দিত। এতিমের তহবিল থেকে নেয়া লাগবে কেনো বা সেখানে লুটপাটে সহযোগিতা করা লাগবে কেনো?

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment