কুমিল্লায় এক বছরে ৮২ কোটি টাকার মাদক উদ্ধার

কুমিল্লায় এক বছরে ৮২ কোটি টাকার মাদক উদ্ধার

মো:ফাহাদ বিন রহমান,কুমিল্লা প্রতিনিধি:-
কুমিল্লায় গত এক বছরে সাড়ে ৮২ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসময়ে মাদক পাচার ও বহনের দায়ে পাঁচ হাজার ৩৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের লাইব্রেরী হল রুমে মাদকের অপব্যবহার বিরোধী তথ্য অভিযান সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম।
কুমিল্লায় এক বছরে ৮২ কোটি টাকার মাদক উদ্ধারজেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মীর হোসেন মো. আহসানুল কবীরের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মানজুরুল ইসলাম, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাড. মোস্তাফিজুর রহমান লিটন প্রমুখ। সভায় জানানো হয়, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮২ কোটি ৬৬ লক্ষ ১১ হাজার ১২৯ টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসময় ৬ হাজার ১৩৮টি মামলায় ৫ হাজার ৩৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। এ জেলা যেন মাদকের রুট না হয় সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment