প্রধানমন্ত্রীর খুলনা আগমনে রাত জেগে চলছে মঞ্চ নির্মাণ

প্রধানমন্ত্রীর খুলনা আগমনে রাত জেগে চলছে মঞ্চ নির্মাণ
খুলনা ব্যুরোঃ-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনায় আসছেন ৩ মার্চ (শনিবার)। ওই দিন খুলনা, মোংলা, বাগেরহাট ও সাতক্ষীরার শতাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থা পন এবং উদ্বোধন করবেন তিনি। দুপুর দেড়টায় খুলনার সার্কিট হাউস ময়দানের জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। জনসভা উপ লক্ষে খুলনা সার্কিট হাউজ মাঠে নির্মাণ করা হচ্ছে ৩ শতাধিক লোকের ধারণ ক্ষমতা সম্পন্ন ১১০ ফুট দৈর্ঘ্যের ‘নৌকা মঞ্চ। রাত জেগে চলছে আওয়ামী  লীগের জনসভা উপলক্ষে খুলনা সার্কিট হাউজ মাঠে মঞ্চ প্রস্তুতের কর্মযজ্ঞ। নির্মাণ শ্রমিকদের সঙ্গে দলীয় নেতাকর্মীরা আছেন জেগে; করছেন কাজের তদারকি। অনেকে জটলা করে নির্মাণাধীন মঞ্চের আশপাশে বসে আছেন।  দিন নাকি রাত,
প্রধানমন্ত্রীর খুলনা আগমনে রাত জেগে চলছে মঞ্চ নির্মাণকাঠমিস্ত্রিদের খটখট হাতুড়ির শব্দে পার্থক্য বোঝা মুশকিল। ওপরে ফ্লাশলাইটের আলোও অনেকটা ঝলমলে দিনের আলোর মতোই আলো বিলিয়ে যাচ্ছে। এত রাতেও মঞ্চস্থল ও এর আশপাশের এলাকা ঘুরে আরও দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসেছেন। উপস্থিত নেতাদের অনেকেই শ্রমিকদের কাজে সহযোগিতা করছেন। এ জন সভাকে ঘিরে খুলনায় দলীয় নেতা-কর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে। নগর ও জেলায় বিরাজ করছে সাজ সাজ রব। ইতোমধ্যেই বিপুল সংখ্যক তোরণ-ফেস্টুন ও প্যানায় ঢাকা পড়েছে নগরীর অধিকাংশ স্পট। এসব প্যানা-ফেস্টুন ও তোরণে প্রধানমন্ত্রীকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে নেতা-কর্মীরা উন্নয়নের নানা শ্লোগান উপস্থাপন করেছেন। স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানাগেছে, শনিবার বিকেলে সার্কিট হাউজ মাঠে দলীয় জনসভায় ভাষণ দেবেন তিনি। একই সাথে জনসভাস্থলের পাশে খুলনার মোট ৯৯টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর করবেন। এর মধ্যে ৪৭টি প্রকল্পের উদ্বোধন এবং ৫২টি নতুন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করা হবে। ৩ মার্চ খুলনা সার্কিট হাউস ময়দানের জনসভায় অন্তত ১০ লাখ মানুষের জমায়েতের কথা ভাবছে স্থানীয় আওয়ামী লীগ। যার অর্ধেকই থাকবে নারী। যারা সার্কিট হাউস মাঠে অবস্থান করবেন। এছাড়া প্রায় ৪ হাজার মুক্তিযোদ্ধা থাকবেন জনসভায়।
এদিকে সার্কিট হাউস ময়দানের জনসভা ঘিরে চলছে নানামুখী প্রস্তুতি। দিনরাত সমানতালে চলছে প্রচারণা। হচ্ছে দফায় দফায় বৈঠক। থেমে নেই প্রচার মিছিল। শুভেচ্ছা তোরণে ছেয়ে গেছে শহর। নৌকা আকৃতির ইজিবাইকে চলছে মাইকিং। খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক  বলেন, স্মরণকালের সর্ববৃহৎ লোকসমাগম হবে শনিবারের জনসভায়। পুরো খুলনা শহরই হবে জনসভাস্থল। খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি বলেন, শেখ হাসিনা সরকার অবহেলিত খুলনার উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তারই ধারাবাহিতকায় পদ্মসেতু আজ দৃশ্যমান।মোংলা বন্দরের আধুনিকীকরণ, খুলনা-মোংলা রেললাইন, ওয়াসার সর্ববৃহৎ পানি প্রকল্প, আধুনিক রেলস্টেশনসহ ৪২ প্রকল্প প্রায় শেষ হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment