তুবব্রু সীমান্তে আবারো বিজিপি’র অবস্থান

তুবব্রু সীমান্তে আবারো বিজিপি’র অবস্থান

বান্দরবানের তুমব্রু সীমান্তে আবারো অবস্থান নিয়েছে বিজিপি। রবিবার সকাল থেকেই ট্রাকে করে সেখানে অবস্থান নেয় মিয়ানমারের সেনাবাহিনী।

তুবব্রু সীমান্তে আবারো বিজিপি’র অবস্থান

স্থানীয়রা জানায়, শুক্রবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের পর কাঁটাতারের কাছ থেকে নিজেদের সেনাবাহিনী সরিয়ে নিলেও রবিবার সেখানে সেনা সদস্যদের টহল লক্ষ্য করেছেন তারা। এতে শূন্যরেখায় থাকা রোহিঙ্গারা আতঙ্কিত হয়ে পড়েছেন।

 

এদিকে, সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিজিবি’র কর্মকর্তারা। যে কোনো পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছেন তারা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment