পাথরঘাটায় র‍্যাব-জলদস্যু ‘বন্দুকযুদ্ধঃ ২ ডাকাত নিহত

পাথরঘাটায় র‍্যাব-জলদস্যু ‘বন্দুকযুদ্ধঃ ২ ডাকাত নিহত

কাজী রাকিব পাথরঘাটা বরগুনাঃ বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদের মাঝের (বিহঙ্গ) চরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সঙ্গে বনদস্যু হাসান বাহিনীর ‘বন্দুকযুদ্ধে’ দুই দস্যু নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পাথরঘাটায় র‍্যাব-জলদস্যু ‘বন্দুকযুদ্ধঃ ২ ডাকাত নিহতসোমবার (৫ মার্চ) ভোরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। বরিশাল র‌্যাব-৮ এর উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে পাথরঘাটার বলেশ্বর নদের মাঝের (বিহঙ্গ) চর এলাকায় অভিযান চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সুন্দরবনের বনদস্যু হাসান বাহিনী সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২ বনদস্যুর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় বলেও জানান কমান্ডার আল রাজিব।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment