দোহারে পালামগঞ্জ বাজারে নৈশপ্রহরীকে গভীর রাতে পিটিয়ে আহত

দোহারে পালামগঞ্জ বাজারে নশৈপ্রহরীকে গভীর রাতে পটিয়িে আহত

মাহবুবুর রহমান টিপু,বিশেষ প্রতিনিধি(ঢাকা):
ঢাকার দোহার উপজেলায় পালামগঞ্জ বাজারে নৈশপ্রহরীকে রাতের অন্ধকারে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গিয়েছে। শুক্রবার রাত ৩:০০ টার সময় এ ঘটনা ঘটে বলে জানান আহত নৈশপ্রহরী বাবুল(৬০)। বাবুল পালামগঞ্জ বাজারে ৪ বছর যাবত নৈশপ্রহরীর কাজ করছেন।
দোহারে পালামগঞ্জ বাজারে নশৈপ্রহরীকে গভীর রাতে পটিয়িে আহতপ্রত্যক্ষদর্শী নৈশপ্রহরী শাহ্ আলম(৬২)জানায়, শুক্রবার রাত ৩:০০ টার সময় পালামগঞ্জ বাজারে ৭/৮ জন লোক সাথে কিছু জিনিসপত্র নিয়ে বাজারে আসার সময় দুই নৈশপ্রহরী বাবুল ও শাহ্ আলম তারা কোথায় যাচ্ছে জিজ্ঞাসাবাদ করলে অতর্কিতভাবে সেই লোকগুলো নৈশপ্রহরী বাবুলের উপর চড়াও হয়ে তাদের হাতে থাকা লাঠি-সোটা ও দেশিয় কিছু অস্ত্র দিয়ে তাকে আঘাত করে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে নৈশপ্রহরী শাহ্ আলম দোহার থানা পুলিশ কে ঘটনাটি জানালে তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আহত বাবুল’কে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্ত্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক দেখে তাকে হাসপাতালে ভর্তি করে রাখেন। নৈশপ্রহরী বাবুল এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। আহত বাবুল উক্ত ঘটনায় ৭/৮ জনের মধ্যে ৩ জনকে চিনতে পেরেছেন বলে জানান। তাদের মধ্যে উপজেলার ইকরাশী ফুলতলা নিবাসী আমিন বেপারী @ ভেবলার ছেলে রুবেল(৩২), একই গ্রামের রাহাত মাদবরের ছেলে রনি(২২) ও রাইপাড়া নিবাসী চিনু মন্ডলের ছেলে তালহা(২৩) সহ অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে পালামগঞ্জ বাজার ব্যাবসায়ী বনিক সমতি বাদী হয়ে দোহার থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে জানান বাজার কমিটির সদস্যগন। এ বিষয়ে দোহার থানা অফিসার ইনচার্জ শেখ সিরাজুল ইসলাম জানান, এ বিষয়ে দোহার থানায় একটি অভিযোগ পাওয়া গিয়েছে। সত্যানুসন্ধানের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment