সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে মিশরের পক্ষে সৌদি: যুবরাজ সালমান

সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে মিশরের পক্ষে সৌদি: যুবরাজ সালমান

সন্ত্রসীদের বিরুদ্ধে যুদ্ধে মিশরের সঙ্গে রয়েছে সৌদি আরব। এর জন্য মিশরকে সব ধরণের সহযোগিতা দেয়ার কথা জানিয়েছে দেশটি।

সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে মিশরের পক্ষে সৌদি: যুবরাজ সালমান

সৌদি আরবের যুবরাজ মোহাম্মাদ বিন সালমান মিশরের প্রধানমন্ত্রী শেরিফ ইসমাইলের সঙ্গে এক বৈঠকে একথা জানান। যুবরাজ সালমান তিন দিনের সরকারি সফরে কায়রোতে রয়েছেন। বৈঠকের পর মিশরের মন্ত্রিসভার এক বিবৃতিতে বলা হয়, আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারষ্পরিক সম্পর্কের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। গত সোমবার তিন দিনের সফরে মিশর পৌঁছান মোহাম্মাদ বিন সালমান। গত বছরের জুনে সৌদি যুবরাজ নিযুক্ত হওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর।

উল্লেখ্য, অভ্যুত্থানের মাধ্যমে মুরসিকে ক্ষমতা থেকে অপসারণের পর রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে মিশরের বড় সর্মথক সৌদি আরব। মিশরীয় নিরাপত্তা বাহিনী সিনাই উপদ্বীপে একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্টির বিরুদ্ধে লড়াই করছে। এতে সহযোগিতা দিচ্ছে সৌদি আরব। সূত্র: আনাদুলু এজেন্সি

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment