লৌহজংয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

লৌহজংয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত
মোঃ মানিক মিয়া, স্টাফ রিপোর্টারঃ
সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম-জীবনিধারা – এই স্লোগানকে প্রতিপাদ্য করে গতকাল বৃ্হস্পতিবার  লৌহজংয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
লৌহজংয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত
এনজিও কারিতাসের সহযোগিতায় এবং লৌহজং উপজেলা প্রশাসন ও’ মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও নারীদের তৈরি হস্তশিল্প প্রদর্শনী-বিক্রয় কেন্দ্র গিয়ে পরিদর্শন করেন। উপজেলা মিলনাতয়নে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলীমা খাতুনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন উপজেলা চেয়ারম্যান মো. ওসমান গণি তালুকদার, বিশেষ অতিথি মো. জাকির হোসেন বেপারী। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক তোপাজ্জল হোসেন তপন, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মাস্টার,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন,   সাংবাদিক মিজানুর রহমান ঝিলু, কনকসার ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য আসমা বেগম, লৌহজং পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সালমা পারভেজ ও একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাহিদা আক্তার, বিশিষ্ট নারী উদ্যোক্তা সানজিদা আক্তার শিমু প্রমুখ। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি লৌহজং শাখার ডিজিএম মো. আরিফুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাগাঙ্গীর, উপজেলা দারিদ্র‍্য বিমোচন কর্মকর্তা ইমরান হোসেন প্রমুখ।#

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment