সিরিয়া রাসায়নিক হামলা হলে হস্তক্ষেপ করবে ফ্রান্স

সিরিয়া রাসায়নিক হামলা হলে হস্তক্ষেপ করবে ফ্রান্স

সিরিয়া যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হলে ফ্রান্স চুপ করে বসে থাকবে না। রাসায়নিক হামলা ঠেকাতে দেশটি এই যুদ্ধে হস্তক্ষেপ করবে বলে জানিয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেছেন।

সিরিয়া রাসায়নিক হামলা হলে হস্তক্ষেপ করবে ফ্রান্সবৃহস্পতিবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভেস লে ড্রিয়েন বলেন, সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহী দমন করতে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে কিনা তা নিশ্চিত নয়। তবে পূর্ব ঘৌতায় রাসায়নিক হামলার আলামত পাওয়া গেছে। তাই নতুন করে তদন্ত করা হচ্ছে। তদন্তে সরকারি বাহিনী বিদ্রোহী দমনে রাসায়নিক হামলা করেছে, এমন প্রমাণ পেলে ফ্রান্স এই যুদ্ধে হস্তক্ষেপ করবে।

এদিকে সিরিয়া সরকার রাসায়নিক হামলার কথা অস্বীকার করে আসছে। তাদের মতে সিরিয়ার বিদ্রোহীরা রাসায়নিক হামলা করে আসাদ সরকারের ঘাড়ে দোষ চাপাচ্ছে। প্রসঙ্গত, সম্প্রতি সিরিয়ার মানবাধিকার গোষ্ঠীগুলো একটি ভিডিও ছেড়েছে। ভিডিওতে দেখানো হচ্ছে কীভাবে আকাশ থেকে ফসফরাস বোমা ফেলা হচ্ছে। এতে শ্বাসকষ্টে ভুগছে আক্রান্তরা। সিরিয়ার হামোরিয়া শহরে এই ঘটনা ঘটে। সূত্র : আল-জাজিরা

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment