রাউজান ঘুরে সৌন্দর্য্য দেখলেন জাতীয় পাটির এক ডজন মন্ত্রী এমপি

রাউজান ঘুরে সৌন্দর্য্য দেখলেন জাতীয় পাটির এক ডজন মন্ত্রী এমপি
আমির হামজা, রাউজান প্রতিনিধিঃ
জাতীয় পাটির প্রায় এক ডজন নেতা ঘুরে গেলেন রাউজান। তারা গত বৃহস্পতিবার রাতে দাওয়াত খেয়েছেন পাটির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু এমপি’র কদলপুর বাড়ীতে। সংশ্লিষ্ট সূত্রে জানান যায়, বাবলুর বাড়ীতে নেতৃবৃন্দের মধ্যে কয়েকজন যাত্রি যাপন করেন। শুক্রবার সকালে কদলপুর থেকে বেড়াতে বেড়িয়েছিলেন উপজেলা সদরের দিকে। পৌরসভার ৯ ওয়ার্ডে গিরিছায়ার পর্যটন এলাকায় বেড়াতে আসা জাতীয় পাটির নেতৃবৃন্দকে স্বাগত জানান রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। তিনি ওই সময় রাউজান পিংক সিটি এলাকায় পরিদর্শনে ছিলেন।

এখানে জাপা নেতৃবৃন্দকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান রাউজান পৌরসভার যুব ও ছাত্রলীগের কয়েকজন নেতা। রাউজানের সাংসদ মেহমানদের সাথে নিয়ে রাবার বাগান, পিংকসিটি এলাকা ঘুরে দেখান। তারা ওই এলাকার ভৌগলিক অবস্থান দেখেন ও প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করেন। এসময় তাদের সাথে ছিলেন ওই এলাকার কাউন্সিলর জমির উদ্দিন পারভেজ। তিনি রাউজানের সাংসদসহ নেতৃবৃন্দকে নিয়ে যান তারা পরিচালনায় থাকা গিরিছায়া রেঁস্তোরায়, দেখান মিনি ছিড়িয়াখানা। এরপর জাপা নেতৃবৃন্দ যান সাংসদ ফজলে করিম চৌধুরীর বাগান বাড়ীতে। সেখানে তারা কিছু সময় কাটান।

বৈঠকে ফজলে করিম চৌধুরী এমপি জাপা নেতাদের রাউজানের উন্নয়ন ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে ধারণা দেন। এখানে বিসিক শিল্পনগরী, ইকুপার্ক প্রতিষ্ঠার উদ্যোগের কথা জানিয়ে এখানে টুরজমের অপার সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন। বাবলুর বাড়ীতে রাতের দাওয়াত অনুষ্ঠানে দেখা গেছে সিটি মেয়র আ.জ.ম নাছিরকে। রাউজানে আসা জা-পা নেতাদের মধ্যে রয়েছেন জাপা প্রেসিডিয়াম সদস্য আওয়ামীলীগ সরকারের বন ও পরিবেশ মন্ত্রী ব্যরিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, জিয়াউদ্দিন আহমদ বাবলু এমপি, জাপা মহাসচিব এ.বি.এম রুহুল আমিন হাওলাদার এম.পি, কাজী ফিরোজ রশীদ এমপি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, সৈয়দ আবু হোসেন বাবলা এম.পি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মাহজাবীন মোরশেদ এম.পি, মো. ইলিয়াছ এম.পি, চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীসহ  আরো বেশ কয়েকজন নেতৃবৃন্দ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment