‘ভি‌ডিও ফু‌টে‌জে যৌন হয়রানির সত্যতা মি‌লে‌ছে’

‘ভি‌ডিও ফু‌টে‌জে যৌন হয়রানির সত্যতা মি‌লে‌ছে’

গত ৭ মার্চের দিন রাজধানীর বাংলামটর এলাকায় কলেজছাত্রীর লাঞ্ছিত হওয়ার ঘটনা সত্য এবং এ ভি‌ডিও ফু‌টে‌জে এর সত্যতা মি‌লে‌ছে ব‌লে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। র‌বিবার দুপু‌রে রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড ক‌লে‌জের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠা‌নে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে তি‌নি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৭ মা‌র্চের দিন ওই মে‌য়ে‌টি, ভিকারু‌ন্নেসা স্কুল অ্যান্ড ক‌লে‌জের শিক্ষার্থী‌কে বেশ ক‌য়েকজন ওড়না ধ‌রে টানাটা‌নি ক‌রে‌ছে এ ঘটনা সত্য। ভি‌ডিও ফুটেজ দে‌খে‌ছি, সেখা‌নে দেখা গি‌য়ে‌ছে। পু‌লিশ ওই মে‌য়ের প‌রিবা‌রের স‌ঙ্গে কথা ব‌লে‌ছে। তি‌নি আরো ব‌লেন, কারা এ ধর‌ণের কাজ ক‌রে‌ছে তাদের চি‌হ্নিত ক‌রে শা‌স্তির আওতায় আনা হ‌বে। সে‌দিন সমা‌বে‌শে নারী-পুরু‌ষের ঢল নে‌মে‌ছিল। কারা, কোন উদ্দেশ্যে এমন কাজ করল সে‌টি আমা‌দের বের কর‌তে হ‌বে।

উল্লেখ্য, ৭ মার্চ রাজধানীর বাংলামোটরে আওয়ামী লীগের জনসভার একটি মিছিল থেকে কলেজছাত্রীকে যৌন হয়রানি করা হয় বলে অভিযোগ উঠে। এর একদিন পর বৃহস্পতিবার রমনা থানায় মামলা করেন ওই কলেজছাত্রীর বাবা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment