৫০ শতাংশ বেশি বিদ্যুৎ সাশ্রয়ী Globe Aire AC

শীত শেষ। এসেছে গরম। বাড়ছে তাপমাত্রা। গরমে অনেক সময় এয়ারকন্ডিশনার বা এসির চাহিদা ব্যাপক বেড়ে যায়। সেরকম পরিস্থিতি মোকাবিলায় এবার আগে ভাগেই প্রস্তুতি সেরে রাখলব্রান্ড বাজার 

গুণগত মান বৃদ্ধির । বেড়েছে মজুদ। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এসেছে স্মার্ট, আয়নাইজার ও ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির এসি।

ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী Globe Aire ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির ১৮ হাজার বিটিইউ (দেড় টন) স্মার্ট এসির দাম ধরা হয়েছে ৫৫ হাজার টাকা। ইনভার্টার প্রযুক্তির ২৪ হাজার বিটিইউ Globe Aire এসি পাওয়া যাচ্ছে ৬৫ হাজার টাকায়। Globe Aire এসব এসি সাধারণ প্রযুক্তির তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি বিদ্যুৎ সাশ্রয়ী।

পাশাপাশি ১৮ হাজার ও ২৪ হাজার বিটিইউর  প্রযুক্তির এসি পাওয়া যাচ্ছে যথাক্রমে ৪০ হাজার  ও ৫২ হাজার  টাকায়।

ইনভার্টার প্রযুক্তির এসিতে সেন্সর থাকায় ঘরের ভেতরের তাপমাত্রা বুঝে সেই অনুযায়ী রেফ্রিজারেন্ট সরবরাহ করে এবং ঘর ঠান্ডা হয়ে গেলে কম্প্রেসার ঘুমন্ত অবস্থায় থাকে। প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা সরবরাহ করে বিধায় এতে বিদ্যুৎ খরচ অনেক কম হয়। কম্প্রেসারের স্থায়ীত্বও বাড়ে।

উল্লেখ্য, ওয়ালটন এসিতে রয়েছে ৬০ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি (Compressor), সর্বোচ্চ ১২ মাসের সহজ কিস্তিতে ক্রয়ের সুবিধা (Credit Card Must Need).

ব্রান্ড বাজারের সেরা এসি ব্র্যান্ডসমূহঃ

 এলজি এয়ার কন্ডিশনার | জেনারেল এসি | ডাইকিন এসি | প্যানাসনিক এয়ার কন্ডিশনার | ক্যারিয়ার এসি | গ্লোব এর এসি | গ্রি এয়ার কন্ডিশনার

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment