নবাবগঞ্জে আসাদুজ্জামান খান স্মৃতি শটবাউন্ডারী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নবাবগঞ্জে আসাদুজ্জামান খান স্মৃতি শটবাউন্ডারী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মাহবুবুর রহমান টিপু,বিশেষ প্রতিনিধি(ঢাকা):
নবাবগঞ্জ উপজেলায় আসাদুজ্জামান খান স্মৃতি শটবাউন্ডারী ক্রিকেট টুর্নামেন্ট-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলার গালিমপুর ইউনিয়নের খানহাটি বরকতিয়া মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গনে খানহাটি যুবসংঘের আয়োজনে নবাবগঞ্জ উপজেলার ক্রীড়া সংস্থার সম্পাদক রেজাউর রহমানের সভাপতিত্বে শট বাউন্ডারী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
নবাবগঞ্জে আসাদুজ্জামান খান স্মৃতি শটবাউন্ডারী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিতশর্টবাউন্ডারী টুর্নামেন্ট এ অংশগ্রহন করেন ছাতিয়া আইডিয়াল ক্লাব বনাম চানঁহাটি যুব সংঘ।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারন-সম্পাদক ও ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান (ইরান)।অনুষ্ঠানটির উদ্ভোধক ছিলেন নবাবগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা পরিষদের কমান্ডার আবু বক্কর সিদ্দিক(আবু)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মোস্তফা কামাল, গালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.তপন মোল্লা,শোল্লা ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান তুহিন,চুড়াইন ইউনিয়নের আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল বাসেত প্রমানিক,দোহার প্রেস ক্লাবের সাধারন-সম্পাদক মাহবুবুর রহমান টিপু,বাংলাদেশ যুব ও মহিলা লীগের মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন আরা নিপা,ঢাকা শেরে বাংলা নগর থানার আওয়ামীলীগের সহ-সভাপতি জাবেদুর রহমান খান(দুরান),উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক কাঞ্চন মাহমুদ,ঢাকা জেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন-সাধারন-সম্পাদক শেখ তানজিল অপু,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মাহমুদুর রহমান খান(রেবেন),জিয়াউল ইসলাম মিথু, মোস্তাফিজুর রহমান ঝিন্টু,মাহফুজুর রহমান খান(শিশির),লুৎফর রহমান বেপারী,রোমান মোড়ল,মানিক মন্ডল।

এছাড়াও আরোও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের উপদেষ্টা ইসতিয়াক মো.খান(মিশু),গালিমপুর ইউনিয়ন ছাত্রলীগের মাহাবুব আলম(হৃদয়),প্রবীন মন্ডল,মো.শাকিল,অনিকুল ইসলাম(শুভ),মো.অনিক বেপারী,মো.নূর আলী,আল-আহাদ প্রমুখ।
নবাবগঞ্জে আসাদুজ্জামান খান স্মৃতি শটবাউন্ডারী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিতশর্টবাউন্ডারী টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন ছাতিয়া আইডিয়াল ক্লাব এবং রানার্সআপ হন চানঁহাটি যুব সংঘ।বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার হিসাবে একটি ১২ শেফটি সাইজের ওয়ালটন রেফ্রিজারেটর এবং রানার্সআপ দলকে একটি ২১ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদুর রহমান খান ইরান।অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও তত্বাবধানে ছিলেন নবাবগঞ্চ উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পলাশ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment